অনন্ত সেলিম
বগুড়া জেলা প্রতিনিধি,বগুড়ায় মটর সাইকেল দূর্ঘটনায় নিহত এক আহত দুই।গতকাল ১১ সেপ্টেম্বর বগুড়ার
মাটিডালি দ্বিতীয় বাইপাস কালিবালা সংলগ্ন হাইওয়ে রোডে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মটর সাইকেলে থাকা অপর একজন ও অটোরিকশার চালক।
বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে হাই রোড দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা সহপাঠী ও অটোরিকশার চালকও গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “আমরা রাস্তার পাশে ছিলাম। হঠাৎ জোরে শব্দ শুনে দৌড়ে যাই। দেখি মোটরসাইকেলের একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, সাথে থাকা আরেকজন ও অটোর চালকও আহত।