বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের নুনগোলা ভেন্যুর চ্যাম্পিয়ন হয়েছে গোকুল ইউনিয়ন। শুক্রবার বিকেলে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন ফাইনালে স্বাগতিক নুনগোলা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোকুল ইউনিয়ন। শুরু থেকে প্রতিপক্ষের ওপর টাপ সৃষ্টি করেও গোল আদায় করতে ব্যর্থ হয় নুনগোলা ইউনিয়ন। ফলে খেলার প্রথমার্ধ গোল শূণ্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের গোল মুখে মুহুর্মুহু আক্রমণ চালায় গোকুল ইউনিয়ন। অবশেষে ২-০ গোলে স্বাগতিকদের হারিয়ে ভেন্যুর সেরা টীম হিসেবে চ্যাম্পিয়ন হয় গোকুল ইউনিয়ন। দলের পক্ষে আশরাফুল ও মাসুদ গোল দুটি করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আল-আমিন, ইকবাল হোসেন, হেদাইতুল ইসলাম, এনামুল হক রানা প্রমূখ। আলতাফুন্নেছা ভেন্যুর দুটি ফাইনাল আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর এবং মানিকচক উচ্চবিদ্যালয় ভেন্যুর ফাইনাল ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভেন্যু পর্যায়ের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলগু লোকে নিয়ে চূড়ান্ত পর্ব আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে।