বগুড়ায় ঢাক ঢোল পিটিয়ে নপচে গেয়ে আনন্দ মিছিলের মাধ্যমে পালিত হলো মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। যেমন খুশি তেমন সাজ সহ সেজেগুজে এসেছিল
শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং শেরপুর উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী পুটির নাতনী মোছাঃ নাফিছা আকতার নিতি। নিতি সেজে ছিল বেগম খালেদা জিয়ার আদলে,এসে ছিল সেজেগুজে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে। বগুড়ার মহিলা দলের আনন্দ বিনোদনের মূখ্য ভুমিকায় ছিল বেগম খালেদা জিয়ার আদলে সাজানো এই কিশোরী। মহিলাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি লায়লা আন্জুমান আরা, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরী সহ জেলা উপজেলার সকল নেত্রীবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি, জনাব এম আর ইসলাম স্বাধীন, জনাব কে এম খায়রুল বাসার,সহিদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ রুবেল সহ আরও অনেকেই।
সম্পাদক ও প্রকাশক:
মোবাইল:
অফিস: বগুড়া
ই-মেইল: dr.hasnaine@hotmail.com
Design & Development By HosterCube Ltd.