মোঃসোহানুর রহমান সিয়াম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
১১ সেপ্টেম্বর ২০২৫: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের অনন্তপুর গ্রামে একটি নতুন রাস্তার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা। বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং মোকামতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম।
স্থানীয় বাসিন্দারা জানান, এই নতুন রাস্তার ফলে এলাকার দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে। রাস্তাটি এলাকাবাসীর জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও দৈনন্দিন জীবনযাত্রার সুবিধা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:
মোবাইল:
অফিস: বগুড়া
ই-মেইল: dr.hasnaine@hotmail.com
Design & Development By HosterCube Ltd.